মাগুরা টিভি/
প্রবল ঘূর্ণিঝড়ে রুপ নেওয়া রিমালের প্রভাব পড়তে শুরু করেছে দক্ষিনাঞ্চলের মাগুরায় জেলাতেও। সকালে কিছুটা রৌদ্রজ্জল থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কালো মেঘ জমতে শুরু করেছে। ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে নদী তীরবর্তী অঞ্চলে।অধিকাংশ মাঠে ধান কাটা হওয়ায় কৃষি ক্ষেত্রে চাষাবাদে বাড়তি সতকতা অবলম্বন করতে বলেছে কৃষি বিভাগ।
আজ রোববার সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে রিমাল বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ইতিমধ্যে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপৎসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
মাগুরা জেলায় রিমালের জন্য সতকতা অবস্থা জারি করা হয়েছে। তেমন ভয়াবহ রুপ না নিলেও জানমালের সতকতা অনুসারে একটি জরুরী সেবা কেন্দ্র খূলেছে জেলা ত্রান ও পুর্নবাসন কার্যালয়।
You cannot copy content of this page