মাগুরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন-২০২৪ হয়েছে।
আজ শনিবার সকালে মাগুরা পৌরসভা প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইন উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। এ সময় পৌরসভার প্যানেল মেয়র মকবুল হোসেন মাকুল, অতিরিক্ত পুলিশ সুপার এস, এম মোবাশ্বের হোসাইন,জেলা সিভিল সার্জন ডাক্তার মোঃ শামীম কবিরসহ স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন। এবার জেলায় এক লক্ষাধিক শিশুকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
সিভিল সার্জন ডাক্তার মোঃ শামীম কবির জানান, এ ক্যাম্পেইনে
,জেলার ১টি পৌরসভাসহ ৩৬টি ইউনিয়নের ৯৪০ টি কেন্দ্রে ডাক্তার, নার্স ও সেচ্ছাসেবকসহ মোট ২২৭১ জন কাজ করছে। এবার জেলার ১ লাখ ১৯ হাজার ৫৯৩ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। যার মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সি ১৩ হাজার ৩৭ জন, ১২ মাস থেকে ৫৯ মাস বয়সি শিশুর সংখ্যা ১ লাখ ৬ হাজার ৫৫৬ জন শিশু রয়েছে। সকাল ৮ টা থেকে শুরু হয়ে এ ক্যাম্পেইন চলবে বিকেল ৪টা পর্যন্ত।
You cannot copy content of this page