মাগুরায় রাজশাহী বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশনের পুনর্মিলনী
মাগুরায় রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল কলেজ ও রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় এর সাবেক ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে শহরের আসাদুজ্জামান মিলনায়তনে রাজশাহী বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশন এর আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন ও শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে আয়োজক সংগঠনের আহ্বায়ক আশরাফুল ইসলাম স্বপনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আনন্দ কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শেখর, সাবেক সচিব আকরাম আল হোসেন, ডাক্তার সাদুল্লাহ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক জিএস এডভোকেট আবুল হোসেনসহ অন্যরা। পরে দিনব্যাপী স্মৃতিচারণসহ নানা আনন্দ আয়োজনে মেতে ওঠে বিশ্ববিদ্যালয়টির প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীরা।
You cannot copy content of this page