মাগুরা জেলার সদর উপজেলার ঢাকা রোড হতে আনসার বাহিনী কর্তৃক ১ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার
“শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা” এই মূলমন্ত্রকে বুকে ধারন করে দূর্বার গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক দেশের চলমান পরিস্থিতিতে সারাদেশের ন্যায় মাগুরা জেলায় ০৬ আগস্ট ২০২৪ হতে মাগুরা জেলার সকল থানার নিরাপত্তা, শহরের গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্টে দায়িত্ব পালন, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা, গ্রাম পর্যায় পর্যন্ত সকল মন্দিরের নিরাপত্তা এবং ডাকাত প্রতিরোধে আনসার ব্যাটালিয়ন এবং আনসার ও ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করছেন। এরই ধারাবাহিকতায় অদ্য ১৩/০৮/২০২৪ সকাল ১১:০০ ঘটিকায় মাগুরা জেলার ঢাকা রোডে রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ০১ (এক) রাউন্ড পিস্তলের তাজা গুলি আনসার ও ভিডিপি সদস্যরা উদ্ধার করেন। পরবর্তিতে সঠিক প্রক্রিয়ায় উদ্ধারকৃত গুলি সেনাবাহিনীর নিকট হস্তান্তর করা হয়। আনসার বাহিনী কর্তৃক অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধারের এই কার্যক্রম চলমান থাকবে।
You cannot copy content of this page