মাগুরায় জন্মাষ্টমী পালিত হয়েছে
মাগুরায় জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে আজ সোমবার শ্রী শ্রী জন্মাষ্টমী পালিত হয়েছে।
আজ বেলা ১২ টায় নিজনান্দুয়ালী নিতাই গৌর গোপাল সেবাশ্রমে থেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট শ্রী নিতাই রায় চৌধুরী। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিন শেষে সাতদোহা আশ্রমে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মাগুরা জেলা শাখার সভাপতি শ্রী বাসুদেব কুণ্ডুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চিন্ময়ানন্দ দাস বাবাজী মহারাজ এর ধর্মীয় মন্ত্র উচ্চারনে বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার জেলা আমির অধ্যাপক এম বি বাকের, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জেলা যুবদলের সভাপতি অ্যাড. ওয়াসিকুর রহমান কল্লোল, জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ সভাপতি মোহনলাল রায়, সাধারণ সম্পাদক উজ্জ্বল দত্তসহ বিশিষ্ট অতিথি বৃন্দ।
You cannot copy content of this page