মাগুরায় জেলা জামায়াতের সম্প্রীতি সমাবেশ ও গণ মিছিল থেকে ঐকের ডাক
প্রতিনিধি, মাগুরা
ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে একটি সুন্দর রাষ্ট্র গঠনের জন্য দলীয় নেতাকর্মীদের একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন মাগুরা জেলা জামায়াতে ইসলামী। অন্যায় অবিচার জুলুম নির্যাতনের অবসান ও সমৃদ্ধশালী ইনসাফ ভিত্তিক শান্তিপূর্ণ রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে মাগুরায় শনিবার দুপুরে সম্প্রীতি সমাবেশ ও গণ মিছিল থেকে জেলা জামায়াতের আমির এ আহ্বান জানান। দুপুর ১২ টায় মাগুরা শহরের নোমানি ময়দানে জেলা জামায়াতের আয়োজনে সম্প্রীতি সমাবেশে জেলা আমির এমবি বাকেরের সভাপতিত্বে কয়েক হাজার নেতা, কর্মী ও সমর্থক অংশ নেন। এ সময় জেলা জামায়াতের নেতৃবৃন্দ গত ৫ আগস্ট আন্দোলনে বিজয়ের আনন্দে কোন ধরনের প্রতিহিংসার বসবর্তি না হয়ে সকলকে ধৈর্যের সঙ্গে থাকার জন্য নিজ দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানান। সমাবেশ থেকে সংখ্যালঘুদের জানমাল ও উপাসনালয়ের নিরাপত্তার জন্য নেতাকর্মীদের আরো সচেষ্ট হওয়ার আহ্বান জানান সংগঠনের জেলা আমির সহ নেতৃবৃন্দ । পরে একটি বিশাল গণ মিছিল শহর প্রদক্ষিণ করে নোমানি ময়দানে গিয়ে শেষ হয় ।
জেলা জামায়াতের আমির এমবি বাকের এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু জাহিদ, পৌর জমাতের আমির মোহাম্মদ আশরাফুল আলমসহ , মোহাম্মদপুর উপজেলা জামাতের আমির মোহাম্মদ কবির হোসেনসহ সংগঠনটির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা সৎ লোকের শাসন ও আল্লাহর আইন প্রতিষ্ঠায় আগামী নির্বাচনে জামায়াতে ইসলামিকে ভোট দিয়ে দেশ সেবার জন্য সকলের কাছে অনুরোধ জানান।
You cannot copy content of this page