বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নানাবিধ বৈষম্যের প্রতিবাদে মাগুরায় দুই দফা দাবিতে পল্লী বিদ্যুতের মানববন্ধন
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিম্নমানের বৈদ্যুতিক মালামাল, গ্রাহক পর্যায়ে বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো, কর্মকর্তা-কর্মচারিদের চাকুরী বিধি প্রনয়ন ও সকল চুক্তভিত্তিক চাকুরি নিয়মিত করা সহ ২ দফা দাবিতে মাগুরা জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে মানববন্ধন করেছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ।
মানববন্ধনে বক্তরা বলেন, আরইবির কর্মকর্তাদের দ্বৈতনীতি পরিহার করে আর ইবির সাথে পল্লী বিদ্যুতে একীভূতকরণ হবে এবং সকল ধরনের বৈষ্যম দুর করতে হবে। সকল অনিয়মিত ও চুক্তিভিত্তিক নিয়োগকৃতদে নিয়মিত করতে হবে। এগুলো দূর করা না হলে গ্রাহক পর্যায়ে শতভাগ সেবা দেয়া সম্ভব নয় বলে জানান তারা। মানববন্ধন শেষে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ রাহাত, ডি জি এম মোহাম্মদ আলমগীর হোসেন মুসলিম, এজিএম মোঃ আশিকুজ্জামান, এজিএম (অর্থ) নিতাই দাস সহ অন্যরা।
You cannot copy content of this page