মাগুরা জেলার স্থবির ক্রীড়াঙ্গনকে গতিশীল করতে করণীয় শির্ষক এক গোলটেবিল বৈঠক
মাগুরা জেলার স্থবির ক্রীড়াঙ্গনকে গতিশীল করতে করনীয় শির্ষক এক গোলটেবিল বৈঠকের আয়োজন করে মাগুরা জার্নালিস্ট নেটওয়ার্ক। জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের সহযোগিতায় ক্রীড়া সংস্থার সভাকক্ষে আজ দুপুরে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয।
বৈঠকে বক্তারা জেলা ক্রীড়াঙ্গনের প্রধান সমস্যা মাঠের সংকটকে তুলে ধরে করনীয় বিষয় নিয়ে আলোচনা করেন। গ্রামীন পর্যায়ে খেলোয়ার সৃষ্টি করতে পরস্পরের সহযোগিতার কথাও তারা তুলে ধরেন।
এতে জেলায় কর্মরত সাংবাদিকদের সহযোগিতা চাইলেন আগত অতিথীরা।
সাংবাদিক কাজী আশিক রহমানের সঞ্চালনায় মাগুরা জার্নালিস্ট নেটওয়ার্কের আহবায়ক রবিন শামস এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম, জেলা ক্রিড়া অফিসার অনামিকা দাস-সহ জেলার প্রাক্তন ও নবীন খেলোয়াররা।
You cannot copy content of this page