মাগুরায় জাতীয় ভোটার দিবস উদযাপিত
মাগুরায় জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে। ২০১৮ সাল থেকে দেশব্যাপী এই দিবস পালন শুরু হয়। এ উপলক্ষে মাগুরা জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যাকলি বের করা হয়। র্যারলিটি জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. ওহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা নির্বাচন কর্মকর্তা মাসুদুর রহমানসহ নতুন ওপুরাতন ভোটার,সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আলোচনা সভায় জেলা নির্বাচন কর্মকর্তা জানান মাগুরায় এখন মোট ভোটার ৮লক্ষ ১৯ হাজার ২৬৬ জন। ব ভোটালে তালিকা হালনাগাগে প্রায় মৃত ও অকার্যকর ভোটার ১০ হাজার বাদ পড়েছে। ফলে ভোটার তালিকায় নতুন ভোটারদেরও অংশগ্রহন ইতিবাচক বলে জানান তিনি।
You cannot copy content of this page