রমজান মাস উপলক্ষে নিত্যপণ্যের দোকানে ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযান তিন দোকানীকে ৭০ হাজার টাকা জরিমানা
পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আজ দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশের যৌথ টাস্কফোর্স টিম মাগুরা সদর উপজেলার পারনান্দুয়ালী ও একতা কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়েছে।
অভিযানে তিনটি দোকানে মোট ৭০হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় পারনান্দুয়ালী মুন্সিপাড়া শরীফ শাহিনুর রহমান এর প্রতিষ্ঠান মেসার্স রাজ এন্টারপ্রাইজে তদারকিতে অবৈধভাবে খোলা তেল বোতলজাত করে অধিক মূল্যে বিক্রয়ের অপরাধে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আমিনুল ইসলাম ৫০,০০০/- টাকা জরিমানা করেন।
পরবর্তীতে একতা কাঁচাবাজারে অভিযান চালিয়ে মেসার্স নিউ বাণিজ্যালয় নামক প্রতিষ্ঠানে তদারকিতে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রয়-বিক্রয় ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করা ও প্রতিষ্ঠান সবজি ও কাঁচা পণ্যের মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক জাবের হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪৫ ধারায় ১০,০০০/- টাকা এবং মেসার্স হামীম ভান্ডার এর মালিক মো: মামুন অর রশিদকে একই অপরাধ ও ধারায় ১০,০০০/- টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এধরণের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে অন্য দোকানীদের সতর্ক করেন।
অভিযানে তেল, চিনি, সেমাই, সবজি, মুদিদোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষনের পাশাপাশি ছিলেন সেনাবাহিনী ও পুলিশ। দিন ব্যাপী শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করবেন তারা।
অভিযানের বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তের সহকারি পরিচালক মোঃ সজল আহম্মেদ মাগুরা বলেন, রমজান মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রন করার জন্য তাদের অভিযান নিয়মিত পরিচালিত হবে। এছাড়াও রমজান মাসে বাজার মনিটরিং এর জন্য স্পেশাল টিম কাজ করবেন বলে জানান এ কর্মকর্তা।
You cannot copy content of this page