মাগুরায় ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসের চাপায় মায়ের মৃত্যু
মাগুরায় বাসের ধাক্কায় ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ার পর একই বাসের চাপায় এক নারী নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর একটার দিকে পৌরসভার টিটিডিসি পাড়া মাগুরা–যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের চালককে আটক করেছে পুলিশ।
নিহত ওই নারীর নাম লাইলি বেগম (৬০)। তিনি পৌরসভার ভিটাসাইর পূর্বপাড়ার মুঞ্জুর মোল্লার স্ত্রী। নিহত নারীর ভাই মো. মনিরুজ্জামান জানান, শুক্রবার সকালে ছোট ছেলে সোয়াইব মোল্লার মোটরসাইকেলে চেপে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন তাঁর বোন। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। ছেলের চোখের সামনেই মা বাসচাপায় নিহত হয়েছেন। এতে ছেলেটিও আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে রামনগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর কবির শুক্রবার দুপুরে বলেন, ছেলেটি তাঁর মাকে মোটরসাইকেলের পেছনে বসিয়ে বাড়ি ফিরছিলেন। ওই সময় বিপরীত (যশোর) দিক থেকে আসা সারদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগলে ওই নারী ছিটকে পড়েন। তখন বাসটির চাপায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বাসের চালককে আটক করা হয়েছে।
স্থানীয় লোকজন বলছেন, যেখানে দুর্ঘটনা ঘটেছে মহাসড়কের ওই অংশে রাস্তার দুপাশে বেশির ভাগ সময় বাস ও ট্রাক পার্কিং করে রাখা হয়। এতে প্রায়ই ওই এলাকায় দুর্ঘটনা ঘটে।
You cannot copy content of this page