মাগুরা আবালপুর থেকে সেনাবাহিনীর অভিযানে ফেন্সিডিল সহ আটক-৫
মাগুরা সদর উপজেলার আবালপুর গ্রামে সেনাবাহিনীর একটি বিশেষ অভিযান চালিয়ে ১১৬ বোতল ফেন্সিডিল সহ ৫ জনকে আটক করেছে সেনা সদস্যরা।
আজ সোমবার সন্ধ্যায় মাগুরা সেনা ক্যাম্পের সেনা সদস্যের একটি টিম আবালপুর গ্রামের কালাম মোল্যার বাড়িতে অভিযান চালায়।
এ সময় ওই বাড়ি থেকে ফেন্সিডিল ছাড়াও মাদক বিক্রির ৩৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
সেনা সদস্যদের হাতে গ্রেফতারকৃতরা হচ্ছেন কালাম মোল্যার ছেলে এলিস হোসেন, সজীব মাহমুদ এবং এলিসের স্ত্রী আঁখি বেগম, সজীবের স্ত্রী সোহানা আফরিন ও মাগুরা শহরের কাউন্সিল পাড়ার রবিউল শরীফের ছেলে হাসান শরীফ।
পরে আটককৃতদের জব্দকৃত মালামালসহ মাগুরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে তুলে দেয়া হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
You cannot copy content of this page