মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার চার আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠন
মাগুরায় সেই আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার চার আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আগামী ২৭ এপ্রিল মামলার পরবর্তী শুনানি ও স্বাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালত এ মামলার অভিযোগ গঠনের শুনানি হয়।
আজ সকাল ১০টার দিকে চার্জশীটভুক্ত চার আসামী শিশুটির বোনের শ্বশুর, শাশুড়ি, বোনের স্বামী ও ভাশুরের উপস্থিতিতে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আইনজীবী মনিরুল ইসলাম মুকুলসহ অন্যান্য আইনজীবীরা।
আদালত সূত্রে জানা গেছে, মামলাটিকে জনগুরুত্বপূর্ণ বিবেচনা করে প্রসিকিউশনকে আইনি সহায়তা দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্পেশাল প্রসিউকিউটর এডভাইজর (এটর্নি জেনারেল সমমর্যাদার সুবিধাপ্রাপ্ত) আইনজীবী এহসানুল হক সমাজীকে নিয়োগ দেওয়া হয়েছে। অভিযোগ গঠনের শুনানিতে তিনিও অংশ নেন।
শুনানি শেষে তিনি সাংবাদিকদের জানান, মামলার অভিযোগপত্র, মূল আসামীর ১৬৪ ধারায় জবানবন্দীসহ অন্যান্য নথির উপর ভিত্তি করে আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। আদালত সূত্রে জানা গেছে, মামলায় শিশুটির বোনের শ্বশুরকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯/২ ধারায় (ধর্ষণের ফলে মৃত্যুর অপরাধ), শিশুটির বোনের স্বামী ও ভাশুরকে দণ্ডবিধির ৫০৬ ধারার দ্বিতীয় অংশ (ভয়ভীতি প্রদর্শন) এবং বোনের শাশুড়ির বিরুদ্ধে দণ্ডবিধির ২০১ ধারায় (অপরাধের আলামত নষ্টের অভিযোগ) অভিযোগ গঠন করা হয়েছে।
শুনানি শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্পেশাল প্রসিউকিউটর এডভাইজর আইনজীবী এহসানুল হক সমাজী সাংবাদিকদের বলেন, ‘এই মামলায় ন্যায় বিচার নিশ্চিতের স্বার্থে বিচারক আসামীদের অবিহিত করেন তাঁরা চাইলে নিজেদের পক্ষে আইনজীবী নিয়োগ করতে।
You cannot copy content of this page