মাগুরায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত।মাগুরা টিভি
মাগুরা মহম্মদপুর উপজেলার বিনোদপুর বাদুরতলা রাধা গোবিন্দ মন্দিরের আয়োজনে আজ বিকেলে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ দুপুরে মন্দির থেকে রথ যাত্রার একটি বিশাল র্যালি বের হয়ে বিনোদপুর বাজার প্রদক্ষীণ করে রাধা গোবিন্দ মন্দিরে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সৌজন সাহার সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বাবু নিতাই রায় চৌধুরী,এডভোকেট রোকনুজ্জামান খান, এডভোকেট সোহেল খান,নজরুল ইসলাম, মেজর আলী খান বাকের আলী বিশ্বাস-সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও মন্দীর কমিটির সদস্যরা সহ আরো অনেকেই।

আলোচনা অনুষ্ঠান শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
You cannot copy content of this page