কমিউনিটি ক্লিনিকের সেবা বাড়াতে সমন্বয়ের ওপর জোর
স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণ ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয় বাড়াতে পারলে কমিউনিটি ক্লিনিকে সেবার মান আরও বাড়ানো সম্ভব বলে মনে করেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের নির্বাহী পরিচালক মো. আখতারুজ্জামান। মাগুরায় এক সেমিনারে এ কথা বলেন তিনি। গ্রামীণ জনগণের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারিদের সমন্বয় বাড়ানোর উপর জোর দেন তিনি।

শুক্রবার সকাল ১০টায় মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘কমিউনিটি ক্লিনিকের সেবাদান কার্যক্রম জোরদারকরণ ও করনীয়’ শীর্ষক সেমিনারের আয়োজন করে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। জেলা প্রশাসক মো. অহিদুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের নির্বাহী পরিচালক মো. আখতারুজ্জামান।
সেমিনারে মাঠপর্যায়ে নানা সংকটের কারণে কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে হিমশিম খাচ্ছেন বলে জানান স্বাস্থ্য সহকারীরা। তাঁরা জানান, অধিকাংশ ক্লিনিকে আলাদা পরিচ্ছন্নতাকর্মী নেই। একজন স্বাস্থ্য সহকারীকেই রোগী দেখা, ওষুধ দেওয়া, রেজিস্টার লেখা থেকে শুরু করে পরিচ্ছন্নতাসহ সব দায়িত্ব পালন করতে হয়। অনেক ভবন জরাজীর্ণ, কোথাও নিরাপত্তা বেষ্টনী নেই। বহু ক্লিনিকে নেই পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় ওষুধ। সেবার মান বাড়ানোর ক্ষেত্রে এগুলো চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরেন তাঁরা।
এসব সংকট নিরসনে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট কাজ করছে বলে জানান হয় সেমিনারে। প্রধান অতিথি মো. আখতারুজ্জামান বলেন, ‘কমিউনিটি ক্লিনিকের মানোন্নয়নে সরকার অগ্রাধিকার দিচ্ছে। এসব সমস্যা চিহ্নিত করে পরিকল্পনার আওতায় আনা হচ্ছে। তবে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে, বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বাড়িয়ে অনেক সংকটের সমাধান সম্ভব, সেবার মানও উন্নয়ন সম্ভব’।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম বলেন, ‘মাঠপর্যায়ের বাস্তব চিত্র উঠে আসায় ভবিষ্যৎ পরিকল্পনায় তা কাজে লাগবে। জেলা প্রশাসনও এ কার্যক্রমে সহযোগিতা করবে’।
সেমিনারে জেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা অংশ নেন।সেমিনারে বক্তারা প্রত্যাশা করেন, বাস্তব সমস্যাগুলো দ্রুত সমাধান হলে কমিউনিটি ক্লিনিকভিত্তিক স্বাস্থ্যসেবা আরও কার্যকর ও টেকসই হবে। সেমিনারে বক্তব্য দেন মাগুরার সিভিল সার্জন মোঃ শামীম কবিরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
You cannot copy content of this page