আজ ৭ ডিসেম্বর, মাগুরা মুক্ত দিবস
৭ ডিসেম্বর, মাগুরা মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদারমুক্ত হয় মাগুরা। মাগুরাকে শত্রুমুক্ত করতে বীর মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সৈন্য ও স্থানীয় রাজাকার আলবদর বাহিনীর সঙ্গে প্রাণপণ যুদ্ধ করেন।গেরিলা বাহিনীর ব্যাপক আক্রমণের মুখে হানাদাররা পিছু হটতে শুরু করে।৬ ডিসেম্বর মুক্তি ও মিত্রবাহিনী নিজনান্দুয়ালী গ্রামসহ বিভিন্ন পাকিস্তানি ক্যাম্পে আক্রমণ চালায়। ভয়ে পাকিস্তানি সেনারা রাতারাতি মাগুরা শহর ত্যাগ করতে বাধ্য হয়।৭ ডিসেম্বর মাগুরা শত্রুমুক্তির আনন্দে মুক্তিকামী মানুষের ঢল নামে পুরো শহরে। ৭ ডিসেম্বর বিকেলে মাগুরা নোমানী ময়দানে আনুষ্ঠানিকভাবে মাগুরাকে হানাদারমুক্ত ঘোষণা করা হয়।
মাগুরা মুক্ত দিবসের ইতিহাস ছড়িয়ে রয়েছে মাগুরার নানা স্থানে। এখনো যারা মুক্তিযোদ্ধা রয়েছেন তারা সেই স্মুতি এখনো চোখের সামনে দেখতে পান। এর মধ্যে শেষ হয় ১৯৭১ এ গনহত্যার দিন। মাগুরা জেলার অন্তত ৩০ বেশি জায়গাতে পাকিস্তানি বাহিনী গনহত্যা চালায়। যার অন্যতম মাগুরা পি.টি.আই ক্যাম্প।
তবে কালের বিবতনে হারিয়ে গেছে এসব মুক্তযেুদ্ধের স্মুতিবিজড়িত স্থান ও জায়গা। নতুন প্রজন্ম জানছে না মুক্তিযোদ্ধার সময় মাগুরার কোর্থায় কি ঘটেছিল। চেতনায় মুক্তিযুদ্ধ হারিয়ে যেতে পারে বলে মনে করছেন মুক্তিযোদ্ধারা । তবে এবছর জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কাউকেই দিবসটির পালন করতে দেখা যায়নি।
You cannot copy content of this page