নিজস্ব প্রতিবেদক/
মাগুরা আঞ্চলিক মসলা গবেষণা ইনস্টিটিউটে মসলা ও ডাল ফসলের নতুন উদ্ভাবিত জাত ও প্রযুক্তি এবং আধুনিক চাষাবাদ ও বীজ সংরক্ষণের উপর দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার দিনব্যাপী এই সেমিনারে মাগুরা সদর ও শালিখা উপজেলার ১২০ জন কৃষক এ প্রশিক্ষণে অংশনেয়। মাগুরা আঞ্চলিক মসলা গবেষণার আয়োজনে মেহেরপুর সদরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মধ্যে পশ্চিম অঞ্চলের পরিবেশ-প্রতিবেশ উপযোগী গবেষণা কার্যক্রম জোরদারকরণ প্রকল্পের অর্থায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। মাগুরা আঞ্চলিক মসলা গবেষণার বৈজ্ঞানিক কর্মকর্তা রিয়াজুল ইসলামের সঞ্চালনায় প্রশিক্ষণে বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক ড.মতিয়ার রহমান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.আশরাফুল আলম, উপ-প্রকল্প পরিচালক ড.জাহান আল মাহমুদ,যশোর কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য কর্মকর্তা ড.কাউছার উদ্দিন আহমেদ ও মাগুরা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক ড.ইয়াছিন আমিন, অতিরিক্ত উপ-পরিচালক বিষ্ণুপদ সাহা সহ-অন্যরা।
কর্মশালায় দেশের মধ্য পশ্চিম অঞ্চলে মসলা ও ডাল উচ্চফলনশীল করণ ও কৃষকদের জন্য অর্থনৈতিকভাবে লাভজনক কৃষিকে জনপ্রিয় করতে বিজ্ঞানীদের উদ্ভাবনকে কাজে লাগাতে সকলের প্রতি আহ্বান জানানো হয়। পারস্পরিক তথ্য আদান-প্রদানের মধ্যে কৃষি উন্নয়নে সারাদেশকে এক সূত্রে গাথতে এ কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
You cannot copy content of this page