মাগুরায় বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল তীল ও বাদাম চাষে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ
মাগুরায় বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালী করন প্রকল্পে মাগুরা উপকেন্দ্রের উদ্যোগে প্রায় ১০০ জন কৃষককে তিল ও বাদাম চাষ বিষয়ক প্রশিক্ষন দেয়া হয়েছে।
আজ বুধবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরার উপ-পরিচালক সুফি মোহাম্মদ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন বিনা ময়মনসিংহের মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম। প্রশিক্ষণ প্রদান করেন বিনা মাগুরার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আসাদ উল্লাহ, কৃষিবিদ আব্দুস সোবাহানসহ অন্যরা। কর্মশালায় জানানো হয়, পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উচ্চ ফলনশীল তিল ও বাদাম এর জাত উদ্ভাবন করছে।
এ জাতগুলি চাষে প্রচলিত চাষ থেকে প্রায় দ্বিগুণ উৎপাদন করে একদিকে যেমন কৃষকরা উপকৃত হবে। অন্যদিকে প্রচুর বৈদেশিক মুদ্রা সংরক্ষণ করা সম্ভব হবে। একইসঙ্গে বিদেশ থেকে আমদানি করা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভোজ্য তেল ব্যবহার থেকে বিরত থেকে সাধারণ মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করা সম্ভব হবে। এ ধরনের প্রশিক্ষণের ফলে কৃষকরা তিল ও বাদাম চাষে আরো বেশি উদ্বুদ্ধ হবেন বলে আশা করেন তারা ।
You cannot copy content of this page