মাগুরায় বেশীর ভাগ শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার
মাগুরায় অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই শহীদ মিনার। মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে ও রয়েছে একই সংকট। ফলে একুশে ফেব্রুয়ারীর দিনে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে যেতে হয় দূরের শিক্ষা প্রতিষ্ঠানে। এতে র্দীঘদিন ধরে ভোগান্তিতে শিক্ষার্থী সহ সংশ্লিষ্টরা।
জেলায় ৫০৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শহীদ মিনার নেই ৪২২ টি বিদ্যালয়ে। পাশাপাশি মাধ্যমিক পর্যায়ে ১৭৬ টি বিদ্যালয়ের মধ্যে শহীদ মিনার নেই ৪১ টি। মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানেও ৭২ টি মধ্যে নেই ৪৬ টি তে। ফলে এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেও ভাষা শহীদ দিবসে পড়তে হয় নানা ভোগান্তিতে। শিক্ষকরাও ভোগান্তি পোহাচ্ছেন বছর বছর। তাদের দাবি নিজস্ব শহীদ মিনার স্থাপনের।
সরকারিভাবে বরাদ্দ না থাকায় এসব প্রতিষ্ঠানে প্রতিষ্ঠালগ্ন থেকে শহীদ মিনার নেই বলে জানা গেছে। যে প্রতিষ্ঠানগুলোতে শহীদ মিনার রয়েছে তা স্থানীয়দের উদ্যোগে তৈরি করা হয়েছে। শিক্ষকদেও ও দাবি শহীদ মিনার তৈরি করার।
এ বিষয়ে মাগুরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলছেন বরাদ্দ থাকলে সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে শহীদ মিনার স্থাপন সহজ হবে। সেই সাথে প্রয়োজন স্থানীয় উদ্যোগ।
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোদে বিভিন্ন উপকরনে বরাদ্দ থাকার পাশাপাশি শহীদ মিনার স্থাপনের উপরও আলাদা বরাদ্দ থাকলে এই সংকট কেটে যাবে। সুবিধা পাবে কোমলমতি শিক্ষার্থীরা।
You cannot copy content of this page