মাগুরায় জৈব ছত্রাকনাশক প্রয়োগে মসুরের গোড়া পচন রোগ দমনের মাধ্যমে বিনামসুর-৮ এর চাষাবাদ ও সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস
মাগুরায় জৈব ছত্রাকনাশক প্রয়োগে মসুরের গোড়া পচন রোগ দমনের মাধ্যমে বিনামসুর-৮ এর চাষাবাদ ও সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস করেছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা ।
আজ সোমবার দুপুরে সদর উপজেলার দারিয়াপুর গ্রামে মাঠ দিবসে বিনা মাগুরা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আসাদ উল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনলাইনে বক্তব্য রাখেন বিনা ময়মনসিংহের মহাপরিচালক ড.মির্জা মোফাজ্জল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনা ময়মনসিংহের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের ড.মোঃ সিদ্দিকুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সুফি মোহাম্মদ রফিকুজ্জামান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হুমায়ুন কবিরসহ অন্যরা। মাঠ দিবস উপলক্ষে কর্মকর্তারা কৃষকদের জানান- মুসুরির ডাল চাষে অন্যতম সমস্যা হচ্ছে গাছের গোরা পচা রোগ। এই রোগ দমন করতে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের জৈব ছত্রাকনাশক গবেষণা প্রকল্পের সহায়তায় উৎপাদিত জৈব ছত্রাক নাশক কৃষকদের দেয়া হচ্ছে। এই বালাইনাশক ব্যবহারের ফলে কৃষকরা নিরাপদ উপায় প্রায় দ্বিগুণ পরিমাণ মসুরের ডাল উৎপাদন করতে পারছেন। অন্যদিকে মসুর ডাল চাষের ফলে জমির উর্বরা শক্তি বৃদ্ধি পাচ্ছে এবং মানুষের আমিশের চাহিদা পূরণ হচ্ছে।
You cannot copy content of this page