মাগুরা ঘুর্ণিঝড় রিমালের তান্ডবে কৃষকের তিল ফসল পানির নিচে
মাগুরা প্রতিনিধি : মাগুরায় ঘুর্ণিঝড় রিমালের তান্ডবে কৃষকের উঠতি ফসল তিল গাছ মাটিতে শুয়ে পড়েছে। গাছের নিচে জমেছে পানি। মধ্য রাত থেকে রিমালের প্রচন্ড বায়ু প্রভাবে ফলে গাছে থাকা কৃষকের লিচু ঝরে পড়েছে। অনেক স্থানে আধাকাচা পাকা বাড়ি ও গাছ পাড়া ভেঙ্গে গিয়েছে।
সরজমিনে মাগুরা সদর উপজেলা বেশ কয়েকটি গ্রাম ঘুরে দেখা যায়, মাঠে থাকা তিল গাছগুলো বাতাতের তান্ডবে মাটিতে শুয়ে পড়েছে। গাছের গোড়ায় পানি জমে রয়েছে। কৃষকরা বলছেন এখন সূর্যের কৃরণ দিলে তিল গাছগুলো মারা যাবে। তেল জাতীয় ফসল প্রাকৃতিক দুযোর্গের কারণে ক্ষতিগ্রস্থ হওয়ায় কৃষকরা দিশেহারা ।
মাগুরা সদর উপজেলা কৃষক হাজরাপুর গ্রামের কৃষক লোকমান হোসেন বলেন, চলতি তিন বিঘা জমিতে তেল জাতীয় ফসল তিল আবাদ করেছিলাম। ঘুর্ণিঝড় রিমালের কারণে সব ফসল নষ্ট হয়ে গেছে। এই তিল গাছগুলো এখন আর বাড়িতে নেওয়া যাবে না। অনেক গাছেই ফুল ফল ধরেছে। আর মাত্র কয়েকদিন বাদেই এই ফসলগুলো ঘরে উঠার কথা জানান এ কৃষক।
মাগুরা সদর উপজেলা হাজরাপুর গ্রামের লিচু চাষী আকামত হোসেন বলেন, দেশী জাতের হাজরাপুরি লিচু বেচা বিক্রি করেছি বেশ কয়েকদিন আগেই। বর্তমানে লিচু বাগানে আছে বোম্বাই জাতের লিচু তবে গতকাল রাতে ঘুর্ণিঝড় রিমালের তান্ডবে অনেক লিচু ঝরে পড়েছে। সকালে গাছের গোড়া থেকে ডাল ভেঙ্গে পাড়া লিচু বাজার পাঠিয়েছি। ঘুর্ণিঝড়ের কারণে লিচু গাছের ডাল ও লিচু ঝরে পড়ায় ব্যাপক ক্ষতি হয়েছে।
মাগুরা সদর উপজেলা কৃষি অফিসার হুমায়ন কবীর বলেন,প্রকৃতি দুর্যোগ ঘুণিঝড় রিমাল এর তান্ডবে কৃষকের মাঠে থাকা উঠতি ফসল তিল ও লিচু ঝড়ে পড়েছে। অনেক ফসলের ক্ষেতে পানি জমে আছে। কৃষি বিভাগ ঘুণিঝড় রিমালের ফলে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরুপনের চেষ্টা করছে।
You cannot copy content of this page