নিজস্ব প্রতিবেদক/
জেলা প্রশাসনের কার্যালয়ের ছাদে ছাদ বাগান সৃজনে প্রধানমন্ত্রী ঘোষিত প্রথম পুরস্কারের জন্য মনোনীত হয়েছে মাগুরা জেলা প্রশাসন। পরিবেশ সংরক্ষণে রাষ্ট্রের এমন সর্বোচ্চ স্বীকৃতিতে ফুলেল শুভেচ্ছা অভিষিক্ত হচ্ছেন মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সরকারি প্রজ্ঞাপনে বৃক্ষরোপনে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার ২০২৪ এর ঘোষণা করা হয়। ওই প্রজ্ঞাপনের “ঙ” শ্রেণীতে ব্যক্তি বা প্রতিষ্ঠান এর মধ্যে ’বাড়ির ছাদে ছাদ বাগান সৃজন’ ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের তৃতীয়তলার ছাদে স্থাপিত ছাদ বাগানটি। আগামী পাঁচই জুন আন্তর্জাতিক পরিবেশ দিবস এ প্রধানমন্ত্রীর হাত থেকে এক লক্ষ টাকা, একটি ক্রেস্ট ও সনদ গ্রহণ করবেন মাগুরার জেলা প্রশাসক। সারা দেশ থেকে সাতটি ক্যাটাগরিতে ২১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান এ পুরস্কার গ্রহণ করবেন । মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ পুরস্কার পাওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন – মাগুরায় কালেক্টরেট ভবনের বিশাল ছাদজুড়ে স্থাপন করা হয়েছে বিলুপ্তপ্রায় বিভিন্ন জাতের গাছের ছাদ বাগান। প্রায় ১২ হাজার বর্গফুটের বিশাল ছাদে দেশি-বিদেশি বিলুপ্তপ্রায় বিভিন্ন প্রজাতিসহ লাগানো হয়েছে ৪২২টি প্রজাতির ৬৫০টি গাছ। রয়েছে দর্শনার্থীদের জন্য বই পড়া ও বিশ্রামের ব্যবস্থা। গাছগুলো দেখতে ও বই পড়তে প্রতিদিন বাগানটিতে ভিড় করছেন শিক্ষক-শিক্ষার্থী- অভিভাবক এবং জেলা প্রশাসকের কার্যালয়ে সেবা নিতে আসা হাজারো মানুষ। শত শত গাছের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগের পাশাপাশি কৃষিতেও উদ্বুদ্ধ হচ্ছেন অনেকে। সরকার এবছর বিশ্ব পরিবেশ দিবসে মাগুরার এই ছাদ বাগানটি কে স্বীকৃতি দিয়ে প্রথম পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে। এ অর্জন মাগুরার মানুষের ভালোবাসার অর্জন। মাগুরার সর্বস্তরের মানুষ পরিবেশ সুরক্ষায় আমাকে যে সহযোগিতা করেছে তারই ফলশ্রুতিতে প্রধানমন্ত্রীর এই স্বীকৃতি আমাকে আরো বেশি অনুপ্রাণিত করছে। বাংলাদেশ নদী পরিব্রাজক দল মাগুরা জেলা শাখার সভাপতি এ বি এম আসাদুর রহমান বলেন, নদী ও প্রকৃতি পরস্পর অঙ্গাঙ্গীভাবে জড়িত। মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের ছাদবাগান স্থাপনের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় অবদানের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি আমাদেরকে উৎসাহিত করছে। তার মাধ্যমে মাগুরার নদী ও জীববৈচিত্র্য রক্ষার আন্দোলন পূর্ণতা পাবে বলে আশা করেন তিনি।
You cannot copy content of this page